ভিপি নুরের নামে ৬৩টি ফেসবুক আইডি-পেজ!

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরুল হক নুরের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ৬৩টি আইডি ও পেজ রয়েছে। এর মধ্যে ব্যক্তিগত অ্যাকাউন্ট (আইডি) ৩১টি এবং পেজ ৩২টি।

সম্প্রতি ইউটিউবে ভাইরাল হওয়া একটি ভুয়া ভিডিও শেয়ার করা হয় ‘ভিপি নুরুল হক নুর’ নামের একটি পেজ থেকে। ডয়েচ ভেলের একটি অনুষ্ঠানের ভিডিও সম্পাদনা করে সাংবাদিক ইলিয়াস হোসেনের ভিডিও কনটেন্ট লাগিয়ে দেয়।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নুরুল হক নুর নামে খুঁজলে তার ছবি সংবলিত ৩১টি আইডি এবং পেজ রয়েছে ৩২টি। মোট আইডি ও পেজ রয়েছে ৬৩টি। তার মধ্যে বাংলা নামে ১৯টি পেজ এবং ইংরেজিতে ১৩টিসহ মোট ৩২টি পেজ পাওয়া যায়।

ভিপি নুরুল হক নুরের দাবি, ফেসবুকে তার দুটি ছাড়া আর কোনো পেজ নেই। যদিও এই দুটির বাইরে তার নামে একটি ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে।

এ বিষয়ে নুর বলেন, শুধুমাত্র দুটি পেজ আছে। দুটি পেজ একটি আরেকটির বিকল্প হিসেবে রাখা হয়েছে। এছাড়া আমার আর কোনো আইডি বা পেজ নেই।

ভিপি নুর আরও বলেন, কয়েকদিন আগে আমার নামে ভুয়া একটি পেজ থেকে ভিডিও শেয়ার দেওয়া হয়। এতে আমি চরমভাবে বিব্রত হই। এর আগেও আমার নামে বিভিন্ন আইডি খুলে চাঁদাবাজি করার অভিযোগ পাই। পর আমি এসব আইডি নষ্ট করে দেওয়ার জন্য থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি। কিন্তু সেখান থেকে কোনো সুরহা পায়নি।

ভিপি নুরুল হক নুর ভেরিফাইড আইডির মালিকানা অস্বীকার করে বলেন, আমার আগে একটি আইডি ছিল। সেটি কে বা কারা হ্যাক করে নেয়। ওই আইডির সঙ্গে পেজ সংযুক্ত ছিল। হ্যাকাররা ওই পেজ পরবর্তীতে ভেরিফাইড করে নেয়।

বার্তা বাজার কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর