প্রবাসীর স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় আটক পরকীয়া প্রেমিক

মিজানুর রহমান, সিরাজদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি: সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়ন খাসকান্দি মার্কেট পাড়ায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে গত শনিবার রাত দুটায় অবৈধ মেলামেশাকালে আপত্তিকর অবস্থায় গ্রামবাসী দুই প্রেমিক-প্রেমিকা যুগলকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে। আটক মোঃ রিমন (২২) কুমিল্লা জেলার দেবিদ্বার থানার শার জাহানের ছেলে বর্তমানে তারা কেরানীগঞ্জ রসুলপুর (আলী মোহাম্মদের বাড়ীর ভাড়াটিয়া)।

এবং অপরজন বালুর চর ইউনিয়নের খাসকান্দি মার্কেট পাড়ার কুয়েত প্রবাসী ছাদেক হোসেন বাউলের স্ত্রী
মোসাঃ লাকী আক্তার রিমা (২৫) তার একটি ৭ বছরের ছেলে সন্তান রয়েছে।

জানাযায় গত শনিবার দিবাগত রাতে আনুমানিক দুটার সময় উপজেলার বালুরচর ইউনিয়ন ২নং ওয়ার্ডের খাসকান্দি মার্কেট পাড়ায় মোসাঃ লাকী আক্তারের শশুর বাড়ীর নিজ ঘরে আনাগোনা টের পেয়ে আপত্তিকর অবস্থায় শশুর বাড়ী ও স্থানীয়রা তাদের উভয়কে আটক করে রাখে ঘরে। ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চেল্যর সৃষ্টি করেছে।

এলাকাবাসী জানান,বাউল বাড়ীর ছাদেক হোসেনের এই বউয়ের চরিত্র আগে থেকেই জঘন্য খারাপ একাদিক ছেলের সাথে এই লাকী আক্তারের অবৈধ সম্পর্ক রয়েছে।লাকীর স্বামী ছাদেক হোসেন বাউল বাংলাদেশে থাকাকালীন বউয়ের চারিত্রিক রঙ ডং নিয়ে বহুবার পারিবারিক কোন্দল ও জড়িয়েছেন।স্বামীকে রেখে সময়ে অসময়ে বাহিরে চলে যাওয়া দিনভর পরপুরুষের সাথে ঘুরাফেরা নিয়েও প্রায় ঝগড়া বিবাদ হয়েছে।

স্বামী কুয়েতে যাবার পর এর আগেও একাধিক ছেলেরা রাতবিরাতে বাড়ীতে আসতো।রাত্রি যাপন করতো।লাকী আক্তারের স্বামী বাড়ীর একজন জানান যে,এতোদিন আমরা কিছু বলিনি কারন একটা ৭ বছরের ছেলে আছে কিন্ত এখন মাত্রার বাহিরে চলে যাওয়ায় ধরে পুলিশে দিয়ে দিয়েছি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় তাদের মধ্যে বহুদিনের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠেছিল।তাদের এ গোপন অনৈতিক পরকীয়ার সম্পর্কটি অক্ষুন্ন ছিল। ঘটনার রাত মোঃ রিমনকে বাড়িতে ডেকে আনে লাকী আক্তার। এদিকে আগে থেকে সতর্ক থাকা শশুর বাড়ীর লোকজন তাদের আপত্তিকর অবস্থায় আটক করে পুলিশে সোপর্দ করে দেয়।

এ ব্যাপারে ইউপি সদস্য আলহাজ্ব আমজাদ হোসেন জানান,তাদেরকে আপত্তিকর অবস্থায় ধরার পর ঘরে আটক করে রাখে। পরে বাউল বাড়ীর লোকজন আমাকে খবর দেয় এবং রাতেই আমাকে নিয়ে যায় তাদের বাড়িতে অবশেষে থানা পুলিশকে বিষয়টি জানালে রবিবার দিন তাদের সিরাজদিখান থানা পুলিশ নিয়ে যায়।

ঘটনার সত্যতা স্বীকার করে সিরাজদিখান থানার এস আই মোহাম্মদ মুতালেব হোসেন জানান,তাদের আটক করে কোর্টে প্রেরণ করা হয়েছে আইনগত ভাবে যা হয় তাদের তাই হবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর