‘এবার দর্শকের রেকর্ড করবে আইপিএল’

করোনার কারণে ভারতে হচ্ছে না এবারের আইপিএল। তারপরও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলীর বিশ্বাস এবারের আইপিএল দর্শকরাই রেকর্ড গড়বেন।

ভারতের এই সাবেক ক্রিকেটার বলেন, যেহেতু মাঠে দর্শক থাকবে না, ফলে সবার চোখ থাকবে টেলিভিশনের দিকে। সত্যি বলতে কী, ব্রডকাস্টাররা এবার সর্বোচ্চ টিভি রেটিংয়ের আশা করছেন। তাদের বিশ্বাস, দর্শকরা যখন মাঠে যেতে পারছেন না, তখন টিভিতে আরও বেশি করে চোখ রাখবেন। সবকিছুরই তাই ইতিবাচক দিক আছে।

করোনার মধ্যে আইপিএল আয়োজন নিয়ে বিসিসিআই সভাপতি বলেন, এটি আসলে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনার একটি চেষ্টা। ভ্যাকসিন আসার আগ পর্যন্ত আরও অন্তত পাঁচ-ছয় মাস এ অবস্থা চলবে এবং আমি নিশ্চিত, এরপর সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাবে।

বার্তাবাজার/কেএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর