শেরপুরে জাতীয় সাংবাদিক সংস্থা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাতীয় সাংবাদিক সংস্থা রেজিঃ নং- সি ৯৫০৭৪ শেরপুর জেলা ইউনিট এর আয়োজনে ১৮ মে শনিবার ১২ রমজান শেরপুর জেলা শহরের প্রাণকেন্দ্র নিউমার্কেট আইডিইবি সম্মেলন কক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিট এর সভাপতি মোহাম্মদ আছাদুজ্জামান মোরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর জে এন্ড এস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, দেশবার্তা বিডি ডট কম’র সম্পাদক ও প্রকাশক, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের প্রধান উপদেষ্টা মোঃ সাদুজ্জামান সাদী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত পাঠ করেন, হাফেজ মোঃ আবুল কালাম আজাদ। জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক জিএইচ হান্নান এর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আলোচনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর প্রেসক্লাব’র সিনিয়র সহ-সভাপতি জি.এম আজফার বাবুল, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন শেরপুর জেলা শাখার সভাপতি মো. মুগনিউর রহমান মণি, সাংবাদিক কলামিষ্ট ও কবি তালাত মাহমুদ, শেরপুর প্রেসক্লাব’র সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, নালিতাবাড়ী প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক বিপ্লব দে কেটু, জাতীয় সাংবাদিক সংস্থা নালিতাবাড়ীর উপজেলা ইউনিটের সভাপতি লাল মোহাম্মদ কিবরিয়া শাহজাহান, সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল আহসান, ঝিনাইগাতী উপজেলা ইউনিটের সভাপতি হারুন-অর-রশিদ দুদু।

এসময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ সংবাদ সংস্থা শেরপুর জেলা প্রতিনিধি সঞ্জীব চন্দ বিল্টু, জাতীয় সাংবাদিক সংস্থার শেরপুর জেলা ইউনিটের সিনিয়র সহ-সভাপতি মোঃ ফজলুল কবীর সুরুজ, সাংগঠনিক সম্পাদক মোঃ তারিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান, কোষাধ্যক্ষ সারোয়ার হোসাইন সুজন, শেরপুর ইয়্যুথ ক্লাবের সভাপতি জাহিদুল খান সৌরভ, সাংবাদিক সাইফুল ইসলাম রনি প্রমুখ।

আলোচনা শেষে ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন, হাফেজ মোঃ আবুল কালাম আজাদ। ইফতার মাহফিল অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ও উপজেলা ইউনিটের নেতৃবৃন্দ ছাড়াও জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর