সংসদের এবারের অধিবেশনেও যেতে পারবেন না সাংবাদিকরা

মহামারি করোনাকালে আবারও শুরু হচ্ছে সংসদের অধিবেশন। এবারের অধিবেশনেও কোনো সংবাদকর্মী যেতে পারবে না সংসদ ভবনে। বিষয়টি সংসদ সচিবালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে, আগামী ৬ই সেপ্টেম্বর সকাল ১১টায় একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু হবে। আপনারা দীর্ঘদিন ধরে জাতীয় সংসদে উপস্থিত থেকে দায়িত্বশীলতার সঙ্গে সংসদ অধিবেশন কাভার করে আসছেন। কিন্তু করোনা ভাইরাসের এই বিশেষ পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় নিয়ে বাজেট অধিবেশনের মত আসন্ন নবম অধিবেশনেও জাতীয় সংসদ সচিবালয় সাংবাদিকদের কার্ড ইস্যু করছে না।

এমতাবস্থায় বাংলাদেশ টেলিভিশন/সংসদ বাংলাদেশ টেলিভিশন/বাংলাদেশ বেতার থেকে ফিড নিয়ে জাতীয় সংসদের কার্যক্রম কাভার করতে গণমাধ্যমকে অনুরোধ করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর