ইমামের ওপর হামলার ঘটনায় মামলা

ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম শাহ্ আরজানিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ও ইমাম মোঃ আসলাম মোল্যার ওপর হামলার ঘটনায় আলফাডাঙ্গা থানায় পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, বে-আইনি জনতাবদ্ধে মাদ্রাসায় অনাধিকার প্রবেশ করে খুন করার উদ্দেশ্যে মারপিট করে আহত, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ভয়ভীতি প্রদর্শনের অপরাধে পাঁচ জনের বিরুদ্ধে মামলা হয়।আসামীদের মধ্যে রয়েছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের (১) মোঃ আরিফ সিকদার, পিতাঃ আশরাফ সিকদার (২) তাজিম সিকদার, পিতাঃ আলী সিকদার, (৩) সাদিক সিকদার,পিতাঃ জাফর সিকদার, (৪) আলম সিকদার, পিতাঃ হায়দার সিকদার ও (৫) সাকিব শেখ পিতাঃ জাকির শেখ।মামলা নংঃ ৫ (১৭-০৫-২০১৯)।এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সেলিম জানান, আসামীদের গ্রেফতারের জন্য জোর প্রচেষ্টা চলছে।

উল্লেখ্য যে, গত ১১মে মাদ্রাসার নূরানি বিভাগের ছাত্র ওমর মোল্যা বিলম্ব করে মাদ্রাসায় প্রবেশ করার অপরাধে মৃদু শাসন করেন শিক্ষক আসলাম ।এতে ছাত্রটির মামা পার্শ্ববর্তী গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের মো. আরিফ সিকদার সংক্ষুব্ধ হয়ে পাঁচ ছয়জন সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মাদ্রাসার অভ্যন্তরে প্রবেশ করে পবিত্র কোরআন শরীফ পাঠরত অবস্থায় হামলা চালায় ওই শিক্ষক ও ইমামের উপর।পরে হামলাকারীরা তার পা ধরে টেনে মাদ্রাসার বাইরে নিয়ে যায়।

তারপর তাকে বিবস্ত্র করে ফেলে।এসময় ইমামের শোর চিৎকারে মাদ্রাসার পার্শ্ববর্তী বাড়ীর রবিউল মোল্যার অন্তঃসত্বা স্ত্রী শোভা বেগম ঠেকাতে এসে তিনিও আঘাত প্রাপ্ত হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর