দেশের ১৪৮ কলেজে ভর্তি হতে কেউ আবেদন করেনি

গতরাতে (মঙ্গলবার) প্রকাশিত হয়েছে একাদশে ভর্তি ফলাফল। নির্ধারণ করা হয়েছে সদ্য মাধ্যমিকের গন্ডি পার হওয়া শীক্ষার্থীদের গন্তব্য। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড ও মাদ্রাসা বোর্ডে ভর্তির জন্য আবেদন করেছিল ১৩ লাখ ৪২ হাজার ৭১৩ জন।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৮টায় প্রকাশিত ফলাফলে জানা যায়, ভর্তির জন্য নিজদের পছন্দ থেকে কলেজ পেয়েছে ১২ লাখ ৭৭ হাজার ৭২১ জন। কলেজ পায়নি এমন শিক্ষার্থী আছে ৬৪ হাজার ৯৭২ জন। একই সাথে দেশের মট ১৪৮টি কলেজে ভর্তি হতে কোনো শিক্ষার্থী আবেদনই করেননি।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ জানান, ‘যারা পছন্দের কলেজ পায়নি তাদের চিন্তার কিছু নেই। প্রথম মাইগ্রেশনের ফলে তাদের কেউ কেউ পছন্দের কলেজ পাবে। আর শিক্ষার্থীদের বলব, তারা যেন পছন্দের সংখ্যা বাড়ায়। তারা যদি ১০টা কলেজ পছন্দ করে, তাহলে কলেজ পেতে কোনো সমস্যা হবে না। আমাদের পর্যাপ্ত আসন রয়েছে। সবাই ভর্তি হতে পারবে।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর