আনন্দভুবন ঈদ ফ্যাশন নকশাবিদ প্রতিযোগিতার পুরস্কার প্রদান

বেক্সিমকো মিডিয়ার নিয়মিত পাক্ষিক আনন্দভুবন দীর্ঘদিন যাবৎ দেশীয় পোশাক নিয়ে কাজ করে আসছে। এই ধারাবাহিকতায় এবারও আনন্দভুবন আয়োজন করে আনন্দভুবন ঈদ ফ্যাশন নকশাবিদ প্রতিযোগিতা ২০১৯ এর। এবার মোট ছয়টি ক্যাটাগরিতে পোশাক জমা নেয়া হয়।

বিভাগগুলো হচ্ছে, শাড়ি, সালোয়ার কামিজ, সিঙ্গেল কামিজ, পাঞ্জাবি, ফিউশন ও শিশুদের পোশাক। ছয়টি ক্যাটাগরিতে মোট ৫৩০ টি পোশাক জমা পড়ে। এখান থেকে প্রাথমিক বাছাই করে ১২০ টি পোশাক নির্বাচন করা হয়, এই ১২০টি পোশাক থেকে ছয় ক্যাটাগরিতে সম্মানিত বিচারক মন্ডলির রায়ে ২০ পোশাক চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।

১৮ মে ২০১৯ ইং শনিবার নির্বাচিত পোশাকের ডিজাইনাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়ে। ডিজাইনারদের হাতে পুরস্কার তুলে দেন আনন্দভুবন প্রধান সম্পাদক আলমগীর হোসেন, সম্পাদক ইকবাল খোরশেদ, শান্ত মারিয়াম ইউনিভার্সিটির ক্রিয়েটিভ টেকনোলজি এনকে কায়কোবাদ রানা, শাইনপুকুর সিরামিকের হেড অব মার্কেটিং তানভীরুল ইসলাম, নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী ভাবনা এবং চলচ্চিত্র ও নাট্য নির্মাতা অনিমেষ আ্ইচ। সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন আনন্দভুনব এর উর্ধ্বতন সহ-সম্পাদক শেখ সেলিম।

নকশাবিদ প্রতিযোগিতা পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান

শাড়ি
কালার অ্যাঞ্জেল- চট্টগ্রাম [১ম]
বাংলার কথা -চট্টগ্রাম [২য় যৌথ]
রিয়া ক্রিস্টিনা ডি. ক্রুজ, শান্তা মরিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, লালমাটিয়া, ঢাকা [২য় যৌথ]
শী’জ ফ্যাশন [৩য়]

পাঞ্জাবি
সজীব ফ্যাশন [১ম]
লণ্ঠন [২য়]
ফারহানা ফ্যাশন [৩য়]

সালোয়ার-কামিজ
তাসনোভা হায়দার – চট্টগ্রাম [১ম]
শী’জ ফ্যাশন [২য়]
বাংলার কথা – চট্টগ্রাম [৩য়]

সিঙ্গেল কামিজ
কালার অ্যাঞ্জেল- চট্টগ্রাম [১ম]
এবি ক্রিয়েশন- চট্টগ্রাম [২য়]
লুভাউ বুটিক [৩য়]

ফিউশন
তাসনোভা হায়দার-চট্টগ্রাম [১ম]
আয়েশা আঞ্জুম- শান্তা মরিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি [২য়]
ইফফাত আরা -শান্তা মরিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি [৩য়]

ছোটদের পোশাক
নন্দন [১ম ]
কালার অ্যাঞ্জেল- চট্টগ্রাম [২য়]
মুক্তস্বাধীন ফ্যাশন হাউজ অ্যান্ড হ্যান্ডিক্র্যাফট [৩য়]

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর