দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

গত কয়দিন ধরে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি অব্যাহত রয়েছে। এছাড়া রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া ঢাকা, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সারা দেশে দিনের তাপমাত্রা আগের তুলনায় কিছুটা বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা আগের মতোই থাকবে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইজদীকোর্টে ২৪ ডিগ্রি সেলসিয়াস। সাতক্ষীরায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৭০ মিলিমিটার। আগামীকাল শনিবার ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৭ মিনিটে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর