দেশের প্রথম নারী ফটোগ্রাফার সাইদা খানমের মৃত্যু

বাংলাদেশের প্রথম নারী ফটোগ্রাফার (আলোকচিত্রী) সাইদা খানম মারা গেছেন। গতরাত (১৭ আগস্ট) পৌনে ৩টায় রাজধানীর বনানীতে অবস্থিত নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করা সাঈদা খানমের বয়স হয়েছিল ৮২ বছর।

দেশবরেণ্য ফটো সাইদা খানম পত্রিকায় ফটো সাংবাদিক হিসাবে প্রথম কাজ শুরু করেন। দৈনিক অবজারভার, মর্নিং নিউজ, ইত্তেফাক, সংবাদসহ বিভিন্ন পত্রিকায় ছাপা হয় তার তোলা ছবি। দেশ ও দেসের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে আলোকচিত্রী হিসাবে তিনি অংশ নেন। ইউএনবি ও বাংলা একাডেমীর আজীবন সদস্য তিনি।

১৯৩৭ সালের ২৯ ডিসেম্বর জন্মগ্রহন করা সাইদা খানম ১৯৫৬ সালে ‘বেগম’ পত্রিকা দিয়ে তার কর্মজীবন শুরু করেন। ১৯৭৪ সাল থেকে ১৯৮৬ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সেমিনার লাইব্রেরিতে লাইব্রেরিয়ান হিসেবে কাজ করেছেন। প্রেস ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর