শেরপুরে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

বগুড়ার শেরপুর খাদ্য বিভাগের আয়োজনে ১৭ মে শুক্রবার সাড়ে ১১ টায় শেরপুর এলএসডিতে (খাদ্য গুদাম) অভ্যন্তরীন বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর-ধুনটের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হারুন অর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওঅমীলীগের সাধারণ সম্পাদক ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান মজনু, জেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার, নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন, সহ সভাপতি আলহাজ্ব মুন্সি সাইফুল বারি ডাবলু, মির্জাপুর ওসিএলএসডি মুকুল টুডু, শেরপুর ওসিএলএসডি আতিকুল হাসান, সেমি অটো রাইসমিল মালিক সমিতির সভাপতি আবু তালেব আকন্দ, চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ প্রমূখ। বক্তারা বলেন, ধান সংগ্রহ শুরু হলেই ধানের দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কৃষকরা ন্যায্যমূল্য পাবে। দেশের চাহিদা মিটিয়ে সরকার চাল রপ্তানী করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য ভবিষ্যতে উপজেলা ওয়ারি ধান চাল সংগ্রহের বরাদ্দ বৃদ্ধির জন্য উর্ধতন কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন। আলেচানা শেষে প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বিশেষ অতিথিদের সাথে নিয়ে বোরো ধান চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর