রক্তের না, রঙের হোলি খেলুন: মোদিকে চ্যালেঞ্জ মমতার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রীতিমতো এক হাত নিলেন দেশটির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদিকে চ্যালেঞ্জও দিয়েছেন তিনি।

বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেন, ‘ওদের থেকে আমাকে ধর্ম শিখতে হবে না।’

মোদিকে চ্যালেঞ্জ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘ক্ষমতা থাকলে মন্ত্রোচ্চারণে আমার সঙ্গে প্রতিযোগিতায় আসুন।’

মারোয়ারি অ্যাসোসিয়েশনের হোলি উৎসবে যোগ দিয়ে সম্প্রীতির ওপর জোর দেন মমতা।

তিনি বলেন, ‘আমার বা এই রাজ্যের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতির অর্থ জানার জন্য বিদ্বেষের রাজনীতি করা বিজেপির কাছে যেতে হবে না। কয়েকজন আমার ধর্ম নিয়ে প্রশ্ন তুলছেন। আমি তাদের জানাই, আমার ধর্ম হলো মানবতা। আর ধর্ম নিয়ে অন্য কেউ জ্ঞান দিলে তা আমি শুনব না। ‘

মমতা বলেন, ‘বাংলায় সব ধর্মের মানুষের অনুষ্ঠান পালনের অধিকার আছে। বাংলা সবাইকে আপন করে নিতে জানে।’

তিনি বলেন, ‘কেউ যদি বারণ করে কারও সঙ্গে মিশতে-বসতে-খেতে, শুনবেন না। বাংলা সেই পথে চলে না। কোনো রকম অশান্তিতে কেউ জড়াবেন না।’

মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলায় সব ধর্মের সব অনুষ্ঠান হয়ে থাকে এবং তা শান্তিতেই হয়। কিন্তু এখন দিল্লি থেকে কিছু লোক এসে বাংলার বদনাম করছে।’

এ সময় হোলি উৎসবে নানা ধরনের প্ররোচনা যে আসবে, তা নিয়ে সতর্কও করে দেন মমতা। তিনি বলেন, ‘অনেকেই চাইবেন এটা। কিন্তু আপনারা রক্তের হোলি খেলবেন না, রঙের হোলি খেলুন।’ খবর: এইসময় ও এনডিটিভি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর