টাঙ্গাইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত

টাঙ্গাইলে সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় অনুষ্ঠান ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে ।মঙ্গলবার(১১ আগস্ট) দুপুরে শহরের শ্রী শ্রী কালীবাড়ি প্রাঙ্গণে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আলোচনা ও বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

প্রার্থনা সভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুভাষ চন্দ্র সাহার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেন খান, শ্রী শ্রী কালীবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ চৌধুরী, টাঙ্গাইল জজ কোর্টের জিপি আনন্দ মোহন আর্য্য, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুন(ঝন্টু), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম জেলা শাখার সহকারী প্রকল্প পরিচালক রমেশ চন্দ্র সরকার। আলোচনা সভা শেষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর