সিনহা হত্যায় আরো ৩ জন গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে মেজর (অবঃ) সিনহা মো. রাশেদ হত্যার ঘটনায় সন্দেহভাজন তিনজন আসামিকে গ্রেফতার করেছে কক্সবাজার র‌্যাব-১৫।

আটককৃতরা হচ্ছে- টেকনাফের বাহারছড়া মারিশবনিয়ার জালাল আহমদের পুত্র মো. আয়াছ উদ্দিন, নাজুর পুত্র মো. নুরুল আমিন, নজির আহমদের পুত্র মো. নাজিমুদ্দিন।

মঙ্গলবার ভোররাতে কক্সবাজার র‌্যাব-১৫ এর একটি দল তাদেরকে গ্রেফতার করে। একই দিন বিকালে ধৃত আসামিদের কক্সবাজার আদালতে হাজির করা হয়েছে। ধৃতদের ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে গনমাধ্যমকে জানিয়েছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে টেকনাফ বাহারছড়া চেকপোস্টে তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত মেজর (অবঃ) সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে টেকনাফ থানায় হত্যা ও মাদক আইনে এবং রামু থানায় মাদক আইনে পৃথক ৩টি মামলা দায়ের করে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর