করোনার ভ্যাকসিন আবিষ্কার হলে বাংলাদেশও পাবে : স্বাস্থ্য ডিজি

স্বাস্থ্য অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, “করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হলে সারা বিশ্বের সাথে বাংলাদেশও পাবে এবং যারা ফ্রন্ট লাইনে রয়েছে যেমন, চিকিৎসক, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনী তাদের আগে ভ্যাকসিন দেয়া হবে।

তিনিও আরো বলেন,”‌এই মাসের শেষ দিকে গোপালগঞ্জেও একটা পিসিআর উদ্বোধন করার প্রক্রিয়া চলছে। দেশে করোনা টেস্টের জন্য পর্যাপ্ত কীট মজুত আছে। কীটের কোন সংকট নেই। সারাদেশে ৮০ টি পিসিআর এ নিয়মিত নমুনা পরীক্ষা হচ্ছে। প্রয়োজন হলে আরও পিসিআর ল্যাব স্থাপন করা হবে।”

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহা পাঠ, বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টে নিহত তাঁর পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত শেষ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন তিনি।

পরে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল সহ জেলার বিভিন্ন হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা কর্মচারিদের সাথে মতবিনিময় করেন তিনি।

এসময় গোপালগঞ্জের সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ, শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পরিচালক ডাঃ সাইফউদ্দিন, শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ লিয়াকত হোসেন গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডাঃ অসিত কুমার মল্লিক প্রমুখ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর