যশোরে আরো ৬৯ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘন্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জেনোম সেন্টারে যশোর জেলার ৬৯ টি নমুনা করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম বার্তা বাজারকে জানান, সোমবার ল্যাবে যশোর জেলার ১৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬৯টি নমুনা পজিটিভ রেজাল্ট আসে। আজ মঙ্গলবার(১১ই আগস্ট)যশোর জেলার সিভিল সার্জনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত যশোর জেলায় মোট করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে ২ হাজার ২৫৩ জন। এদের মধ্যে মারা গেছেন ৩২ জন। সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৩০৮ জন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর