রাঙ্গাবালীতে ‘‘মাস্ক নাই, সেবাও নাই” ক্যাম্পেইন শুরু

পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় পটুয়াখালী ইউথ ফোরামের উদ্যোগে ‘মাস্ক নাই, সেবাও নাই’ (নো মাস্ক, নো সার্ভিস ) কর্মসূচির ক্যাম্পেইন শুরু করা হয়েছে ।

আজ সোমবার পটুয়াখালী জেলা প্রশাসনের নির্দেশে ‘‘পটুয়াখালী ইউথ ফোরাম” (পটুয়াখালী) এর আওতাধীন রাঙ্গাবালী ইউনিটের কোভিড-১৯ র‌্যাপিড রেসপন্স টিমের সদস্যদের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।

এ কর্মসূচীর মাধ্যমে উপজেলার রাঙ্গাবালী উপজেলা পরিষদ, রাঙ্গাবালী থানা , ব্যাংক সমুহ, সরকারি-বেসরকারি অফিস, ফার্মেসীসহ উপজেলার তিনটি বাজারের বিভিন্ন দোকান ও গুরুত্বপূর্ন স্থানে স্টিকার লাগানো ও মাস্ক বিতরণ করা হয় ।

এছাড়াও এ কর্মসূচির আওতায় পটুয়াখালী জেলার ৮টি উপজেলায় এ কর্মসূচি পালন করে এই সেচ্ছাসেবী সংগঠনটি।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর