মাঠে দর্শক ঢোকায় লিগই বাতিল!

খেলা হলে মাঠে দর্শক প্রবেশ করবে সেটিই স্বাভাবিক। তবে এখন সময়টা তো পক্ষে নেই! তাই তো এই সময়ে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পেরু ফুটবল ফেডারেশন। তবে সমর্থকরা কথা রাখেনি। আর তাইতো লিগই বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ল্যাটিন আমেরিকার দেশটি!

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে গেল ৫ মাস ধরে বন্ধ ছিল পেরুর ঘরোয়া ফুটবল লিগ। ক্লাবগুলোর অনুরোধে লিগ শুরুর সিদ্ধান্ত নেয় ফেডারেশন। কথা ছিল দর্শকহীন মাঠেই হবে খেলা। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ইউনিভার্সিটারিও এবং অ্যাকাডেমিক কনতোলাও। এদিন ছিল ইউনিভার্সিটারিওর ৯৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এমন দিনে সমর্থকদের আর আটকানো যায়নি।

নিষেধাজ্ঞা না মেনেই মাঠে হাজির হন কয়েকশো দর্শক। সমর্থকদের এমন আচরণে খেপেছে ফেডারেশন। নির্দেশ না মানায় শুরু হওয়ার একদিনেই মাথায় লিগ বাতিল করে দেয় দেশটির ফুটবলের অভিভাবক সংস্থাটি।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর