ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ১০, অর্ধশত বাড়িঘর ভাংচুর

ফরিদপুরের নগরকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের দুটি দোকানঘরসহ অর্ধশত বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা। সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

শনিবার সকালে উপজেলার তালমা ইউনিয়নের তিনটি গ্রাম (মানিকদি, তালেরশ্বর, ত্রিপুল) এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফিরোজ খানের সাথে আব্দুস সামাদ মাতুব্বরের মাঝে বিরোধ চলছিলো। এই নিয়ে দুই পক্ষের মাঝে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জের ধরে শনিবার এই হামলা, পাল্টা হামলার ঘটনা ঘটে।

নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন জানান, পূর্ব শক্রতার জের ধরে ফিরোজ খানের লোকজন আব্দুস সামাদ মাতুব্বরের সমর্থকদের বাড়ীতে হামলা করে। পরে পাল্টা হামলায় ফিরোজের সমর্থকদের কয়েকটি বাড়ী ভাঙচুর করা হয়।

তিনি বলেন, হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ক্ষতিগ্রস্থরা থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর