ফাইনাল নিয়ে ভাবনা নেই মাশরাফি!

কাল বাংলাদেশ খেলতে নামছে আরেকটা ফাইনাল। কিন্তু টিম ম্যানেজমেন্ট চেষ্টা করছে, খেলোয়াড়েরা যেন উপলব্ধি না করেন তাঁরা ফাইনাল খেলতে নামছেন! ‘ফাইনাল’ শব্দটাই যে বাংলাদেশের কাছে বেদনাবিধুর, কষ্টের আর যাতনার।

২০০৯ সালের জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজ, ২০১২-২০১৬-২০১৮ এশিয়া কাপ, ২০১৮ সালের জানুয়ারিতে দেশের মাঠে ত্রিদেশীয় সিরিজ কিংবা কলম্বোয় নিদাহাস ট্রফি—প্রতিটি ফাইনাল বাংলাদেশের কাছে আছে বেদনার গল্প হয়ে। কাল ডাবলিনে আরেকটি ফাইনাল খেলতে নামছে বাংলাদেশ। এবার প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলছেন, ফাইনালকে তাঁরা একটি সাধারণ ম্যাচ হিসেবেই দেখছেন। শুধু বলার জন্যই বলা নয়, সত্যিই বাংলাদেশ এটিকে সাধারণ এক ম্যাচ হিসেবেই দেখতে চায়।

‘ফাইনাল’ শব্দটা মস্তিষ্কে ঢুকলেই যে অনুভব হয় অন্য রকম চাপ! মাশরাফি তাই বলছেন, ‘গত এশিয়া কাপে সাকিব-তামিম ছিল না, তবুও মনে হচ্ছিল, ম্যাচটা অনেক কাছাকাছি গিয়েছিলাম। এমন আরও একটা এশিয়া কাপের ফাইনালের খুব কাছে গিয়েছিলাম। কয়েকটা ফাইনাল খুব কাছে গিয়ে হেরে যাওয়ায় মনে হয়েছে মানসিকভাবে আমাদের একটা বাধা আছে, ফাইনালে যেটা প্রভাবিত করে। এ কারণে মিটিংয়ে আজ ফাইনাল নিয়ে আলোচনা করিনি। অন্য ম্যাচগুলো যেভাবে খেলি, যেভাবে মিটিং করি, ওভাবেই করছি। ছেলেদের মধ্যে এই ভাবনাটা যেন না আসে যে ফাইনাল খেলছি, যতটুকু এড়িয়ে চলা যায়, সে চেষ্টা করছি।’

মাশরাফি যে মানসিক বাধার কথা বললেন, সেটি কি চিরকাল বাংলাদেশ বয়ে বেড়াবে? এই বাধা দূর হবে কবে? উত্তরটা তৈরিই আছে বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের, ‘যতক্ষণ না কোনো ফাইনাল বা ট্রফি জিতছেন না, এ মানসিক বাধা থাকবেই। যতবারই ফাইনাল হারবেন, আরেকটা ফাইনালে উঠে এ চিন্তাটা থাকবেই। এটা যখন কেটে যাবে, তখন খুব স্বাভাবিক, ফাইনাল জেতার তীব্র তাড়না কমে যাবে। যখন মানুষের কিছু পাওয়ার ইচ্ছে কমে যায়, ওটা ঘিরে খারাপ চিন্তাগুলোও দূরে থাকে। সিরিজ আপনি অনেক জিতেছেন। সিরিজ জেতা নিয়ে কঠিন চাপ তাই অনুভব করেন না। একটা ফাইনাল জিতলে দেখবেন সামনে দ্রুত আরও কিছু ফাইনাল জিতে গেছেন।’

ফাইনাল জিততে যে বাধা, সেটি সরিয়ে ফেলার মোক্ষম সুযোগ এবারের ত্রিদেশীয় সিরিজ। এই সিরিজে একটি ম্যাচেও হারেনি বাংলাদেশ। দোর্দণ্ড প্রতাপেই তারা ফাইনালে উঠেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি ম্যাচেই জিতেছে। তবে কাল ক্যারিবীয়দের বিপক্ষে ম্যাচটা সহজ হবে না বলেই মনে করছেন মাশরাফি, ‘আলাদা করে ভাবনা নেই। এ সিরিজে তিনটা ম্যাচ যেভাবে খেলেছি, ওভাবেই খেলতে চাই।

মনে হয় না বেশি পরিকল্পনা করে অতিরিক্ত চাপ নেওয়ার দরকার আছে। একটা দলের সঙ্গে টানা দুই ম্যাচ জেতার পর সবাই যেটা ভাবে, তিন নম্বর ম্যাচও একই রকম হবে। সে রকম অনেক সময় হয় না। একাই ম্যাচ জিতিয়ে দিতে পারে ওয়েস্ট ইন্ডিজে এমন খেলোয়াড় আছে। ম্যাচটা আগের দুটির মতো হবে, এটা আশা করা ঠিক না। ম্যাচটা হয়তো আরও কঠিন হবে। একটা দল দুটি ম্যাচ হারের পর তাদের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা বেশি থাকে। মনে হচ্ছে অনেক কঠিন ম্যাচ হবে। আমরাও সেভাবে চেষ্টা করব।’

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর