যশোর জেলায় নতুন করে ৬৭ জন করোনা পজেটিভ

গত ২৪ ঘন্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জেনোম সেন্টারে যশোর জেলার ৬৭ টি নমুনা করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ডঃ তানভীর ইসলাম “বার্তা বাজার” কে জানান, শুক্রবার ল্যাবে যশোর জেলার ১৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬৭টি নমুনা পজেটিভ রেজাল্ট দেয়।

আজ শনিবার (০৮ আগস্ট) যশোর জেলার সিভিল সার্জনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগের হিসাব মতে, শুক্রবার বিকেল পর্যন্ত যশোর জেলায় করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছিলেন দুই হাজার ৯২ জন। এদের মধ্যে মারা গেছেন ৩০ জন। সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ১৯৫ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর