বিশ্বে বন্যার হটস্পট বাংলাদেশ

সবশেষ একটি গবেষণায় বলা হয়েছে, বিশ্বব্যাপী উপকূলে বসবাসকারী বিশ্বের ২৫০ মিলিয়ন মানুষ অদূর ভবিষ্যতে বন্যার মুখোমুখি হবে। আর এদের মধ্যে রয়েছে বাংলাদেশের মানুষও। গবেষণাতে বিশ্বব্যাপী ধারাবাহিক বন্যার হটস্পট শনাক্ত করা হয়েছে।

গবেষণায় বলা হয়েছে, বন্যার হটস্পটগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ-পূর্ব চীন, অস্ট্রেলিয়ার উত্তর অঞ্চল, বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ ও গুজরাট, যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা, ভার্জিনিয়া এবং মেরিল্যান্ড, উত্তর-পশ্চিম ইউরোপসহ যুক্তরাজ্য, ফ্রান্সের উত্তরাঞ্চল এবং উত্তর জার্মানি।

ক্লাইমেট নিউজ নেটওয়ার্কে বলা হয়েছে, গবেষকরা ১০ হাজারটি উপকূলীয় অঞ্চলকে ক্রমবর্ধমান বিপজ্জনক মডেল হিসেবে দেখছেন। বিশ্বজুড়ে ৬৮১টি স্টেশনে জোয়ার মাপার যন্ত্রের সাহায্যে তাদের তথ্যগুলো যুক্তি দিয়ে সাজিয়েছেন।

গবেষকরা বলছেন, ‘১০০ বছরে একবার ভয়াবহ বন্যার যে দৃশ্য আমরা দেখেছি, জলবায়ু পরিবর্তনের কারণে এখনকার তুলনায় তা দশগুণ বেশি ঘন ঘন ঘটবে।’

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর