অক্টোবরে মাঠে নামছে টাইগাররা

অবশেষে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে তার জন্য আরো কিছু সময় ধৈর্য্য ধরতে হবে ক্রিকেটপ্রেমীদের। আগামী ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ দল কলম্বোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করতে পারে এমন সব পরিকল্পনা সম্পূর্ণ করে রেখেছে বিসিবি। তিনটি টি-টোয়েন্টি খেলার কথা বলে আকরাম খান বলেন, ‘আশা করি শ্রীলংকান বোর্ড থেকে আমরা সাড়া পাব।’

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন এই টেস্ট সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জুলাই-আগস্টে। অক্টোবরে সিরিজ শুরু নিয়ে সবকিছুই নির্ধারিত হয়ে আছে, এখন শুধু অপেক্ষা শ্রীলংকা সরকারের সবুজ সংকেত।

শ্রীলংকা ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট মোহন ডি সিলভা তিন ম্যাচ টি-টোয়েন্টির ব্যপারে নিশ্চিত করেছেন। তবে তারা চায় এক টেস্টের পরিবর্তে তিন টি-টোয়েন্টি ম্যাচ।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর