ফরিদপুরের দুই উপজেলায় দুই ভাইয়ের চমক

৫ম উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপে অনুষ্ঠিত ১৮মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বেসরকারি ভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া ও আলফাডাঙ্গা উপজেলায় এ.কে.এম জাহিদুল হাসান (জাহিদ)।তারা পরষ্পর আপন মামাতো ফুফাতো ভাই।

জানা যায়, বোয়ালমারী উপজেলায় জাহিদের মামাতো ভাই আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এম.এম মোশাররফ হোসেন মুশা মিয়া নৌকা প্রতীকে ৪৭,৪৩৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী লিটন মৃধা আনারস প্রতীক নিয়ে ৪৩,২৪৯ ভোট পেয়েছে।

অপর দিকে, আলফাডাঙ্গা উপজেলায় মুশা মিয়া’র ফুফাতো ভাই এ.কে.এম জাহিদুল হাসান (জাহিদ) আওয়ামীলীগ বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে কাপ পিরিচ প্রতীকে ১৩হাজার ৬শত ৩০ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম আকরাম হোসেন পেয়েছেন ৯ হাজার ৪শত ৮৮ভোট।

দুই উপজেলায় দুই ভাইয়ের জয় এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে।এছাড়াও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের থেকে তাদের দুই ভাইয়ের ভোটের ব্যবধানও প্রায় সমান।আলফাডাঙ্গা উপজেলায় জাহিদ ৪,১৪২ ভোট বেশী পেয়ে জয়লাভ করেছে অপর দিকে বোয়ালমারী উপজেলায় মুশা মিয়া ৪,১৮৫ ভোট বেশী পেয়ে জয়লাভ করেছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর