মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের দেশে ফেরার সুযোগ

অবৈধভাবে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের দেশে ফেরার বিশেষ সুযোগ দিয়েছে দেশটির সরকার। দেশটিতে অবৈধভাবে বসবাস করছেন এমন প্রবাসীদের নিজ নিজ দেশে ফিরে যেতে নতুন করে একটি প্যাকেজ ঘোষণা করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

বুধবার (৫ আগস্ট) বিকেলে কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খাইরুল দাজায়মি দাউদ এ কথা জানান।

দাতুক সেরি খাইরুল দাজায়মি দাউদ বলেন, ‘মালয়েশিয়ায় যারা এক বছরের কম সময় অবৈধভাবে বসবাস করছেন তারা এক হাজার রিঙ্গিত, আর যারা এক বছরের বেশি সময় ধরে অবৈধভাবে বসবাস করছেন তারা তিন হাজার রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ নিজ দেশে ফেরত যেতে পারবেন।’

এক্ষেত্রে জরিমানা প্রদান করে বিশেষ পাস (স্পেশাল পাস) সংগ্রহ করতে হবে। এই নেয়ার সময় অবশ্যই উড়োজাহাজের কনফার্ম টিকিট দেখাতে হবে। এরপর কোভিড-১৯ সনদ নিয়ে মালয়েশিয়া ছাড়তে পারবেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর