নান্দাইলে বাল্যবিবাহের দায়ে বরকে কারাদণ্ড, কনের বাবাকে জরিমানা

ময়মনসিংহের নান্দাইলে বাল্যবিবাহের অপরাধে ভ্রাম্যমান আদালতে বরকে ১৫ দিনের কারাদন্ড এবং কনের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (৪ঠা আগস্ট) নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের পুরহরি গ্রামে এই ঘটনা ঘটে।

জানাগেছে, নবযোগদানকারী নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ উদ্দিন গোপনসূত্রে খবর পেয়ে বিয়ে বাড়িতে পৌছে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাল্য বিবাহ নিরোধ আইনে এই সাজা প্রদান করেন।

এ বিষয়ে ইউএনও বলেন, বাল্য বিবাহ বিরোধী অভিযান অব্যাহত থাকবে, কোন বাল্য বিবাহের খবর পেলেই আপনারা আমাকে জানাবেন অথবা সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে সেগুলো বন্ধ করে দিবেন। এসময় কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি মো. রবিউল আলম ফরাজী উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর