কুষ্টিয়ায় ভ্রামমাণ আদালতে গুড় তৈরীর কারখানায় জরিমানা আদায়

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও খাদ্যে ভেজাল মিশ্রিত অভিযোগে, কুষ্টিয়ার খোকসা উপজেলার নিত্যগোপাল (দোজালি) গুড়ের কারখানা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ৪২ ও ৪৩ ধারা মোতাবেক ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বেলা ১২ টার সময় কুষ্টিয়ার খোকসা উপজেলার কালীবাড়ি নিত্য গোপাল বিশ্বাস এর গুড় তৈরীর কারখানা (দোজালিতে) এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ এর উপ-পরিচালক সেলিমুজ্জামান। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও খাদ্যের ভেজাল মিশ্রন এর কথা গুড় উৎপাদন দোজালির মালিক নিত্যগোপাল বিশ্বাস অকপটে স্বীকার করায় তাকে আইনের সর্বোচ্চ প্রয়োগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান। পরে উপস্থিত জনতার সামনে প্রায় ২০ মণ পচা দুর্গন্ধযুক্ত গুড় ধ্বংস করা হয়।

ভোক্তাদের ন্যায্য মূল্য এবং সঠিক খাদ্য পাওয়ার অধিকারী এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর