রূপগঞ্জে ২৯ জন দপ্তরী কাম-প্রহরী নিয়োগ অনুমোদন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আউট সোর্সিংয়ের মাধ্যমে ২৯ জন দপ্তরী কাম-প্রহরী নিয়োগ দিয়েছেন উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম নিয়োগের অনুমোদন দেন। শিক্ষাগত যোগ্যতা, মেধা যাচাইসহ মৌখিক পরিক্ষায় যারা প্রথম স্থান অধিকার করেছেন তাদেরকে এ নিয়োগ দেয়া হয়। পরিক্ষায় ৮৫ জন প্রার্থী অংশ গ্রহন করেন। নিয়োগ পরিক্ষায় উপস্থিত ছিলেন, ইউএনও মমতাজ বেগমসহ শিক্ষা অফিসার জায়েদা আখতার, স্থানীয় সংসদ সদস্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর (বীর প্রতীক) এর প্রতিনিধি আব্দুর রহিম মাষ্টার, উপজেলা চেয়ারম্যানের প্রতিনিধি আব্দুল আজিজসহ প্রতিটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকগণ।

নিয়োগপ্রাপ্তরা হলেন, আমজাত হোসেন, মিদুল, আবেদিন, সাইফুল ইসলাম, ফরহাদ কাজী, আজিজুল হক, মাসুম দেয়ান, আলী হোসেন, কায়সার হামিদ, বিধান চন্দ্র সরকার, মামুন মিয়া, রিজুয়ান আহাম্মেদ, মোহন মোল্লা, মামুন, শহীদুল ইসলাম, আজিজুল, রাকিবুল ইসলাম, কাজল মিয়া, মাহফুজ, রেলায়েত হোসেন, কাজী আলতাফ হোসেন, নুর হোসেন, খোরশেদ আলম, সেকান্দর মোল্লা, পাপেল মিয়া, হামিম ভুইয়া, কাজী কাউছার, কোমর উদ্দিন ও সাজ্জাতুল ইসলাম।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর