অমিত শাহের পর এবার করোনায় আক্রান্ত মুখ্যমন্ত্রী

গতকাল রবিবার বিকেলে খবর এসেছিল করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাও।

এ দিন ইয়েদুরাপ্পা নিজেই ট্যুইটারে তাঁর আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজেপির এই মুখ্যমন্ত্রী জানান, তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি ভালো আছেন, তবে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন।

তিনি জানিয়েছেন, তাঁর সংস্পর্শে যারা এসেছে, তারা প্রত্যেকে যেন সতর্ক হয়ে যান।

এদিনই করোনা ধরা পড়েছে অমিত শাহের। বুধবার মন্ত্রিসভার বৈঠকেও যোগ দেন অমিত শাহ। এদিনের বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রীও। সামাজিক দূরত্ব মেনেই হয় মন্ত্রিসভার সেই বৈঠক। অমিত শাহের একদিকে ছিলেন মোদী আর অন্যদিকে রাজনাথ। তাই দেশটির প্রধানমন্ত্রীকে ঘিরেও উদ্বেগ তৈরি হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর