ভারতে মেয়েদের আইপিএলও হবে

চলতি বছর যথা সময়ে নারীদের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। তবে এবারের টুর্নামেন্ট ‘চ্যালেঞ্জার সিরিজ’ নামে মাঠে গড়াবে। রোববার (২ আগস্ট) আইপিএল গর্ভর্নিং কাউন্সিলের বৈঠকের আগে সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন বিসিসিআই সভাপতি

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, আইপিএলই বা চ্যালেঞ্জার সিরিজ যে নামেই হোক, মেয়েদের জন্য একটি টুর্নামেন্ট দ্রুতই শুরুর পরিকল্পনা করা হয়েছে।

সৌরভ গাঙ্গুলী আরও বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি যে মেয়েদের আইপিএল নিয়ে যথেষ্ট গুরুত্ব সহকারে ভাবা হচ্ছে। জাতীয় দল নিয়েও পরিকল্পনা রয়েছে আমাদের’।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর