১০ মাস ধরে বেতন পাচ্ছেনা ভারতীয় ক্রিকেটাররা

ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) বিশ্বের অন্যতম ধনী ক্রীড়া সংস্থা হিসাবে ধরা হয়। কিন্তু তাদের ক্রিকেটাররা গতবছরের অক্টোবর মাস থেকে কোনো বেতন পাচ্ছেন না বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। সব মিলিয়ে ২৭ চুক্তিবদ্ধ ক্রিকেটারের গত ১০ মাসে পাওনা দাড়িয়েছে ৯৯ কোটি রুপি।

গত ডিসেম্বর থেকে খেলা ২ টেস্ট, ৯ ওয়ানডে ও ৮ টি-টুয়েন্টির ম্যাচ ফিও পায়নি ক্রিকেটাররা। পাওনাদের তালিকায় আছেন দেশটির প্রথম শ্রেনী ও বয়সভিত্তিক দলগুলোর ক্রিকেটাররাও।

যদিও ২০১৮ সালের ব্যাংক হিসেবে জানাচ্ছে বিসিসিআই’র ব্যাংক হিসেবে জমা আছে ৫ হাজার ৫২৬ কোটি টাকা। ২ হাজার ৯৯২ কোটি টাকার স্থায়ী আমানতও আছে তাদের ব্যাংক হিসেবে। এছাড়া স্টার টেলিভিশনের সাথে ৫ বছর মেয়াদি ৬ হাজার ১৩৮ কোটির রুপির সম্প্রচার চুক্তি তো আছেই।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর