দেশে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ঈদ উদযাপিত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পবিত্র ঈদুল আজহা দেশবাসী নিরাপদে ও স্বাচ্ছন্দে উদযাপন করতে পেরেছেন বলে জানাইয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এবারে ঈদে দেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

রোববার (২ আগস্ট) ঈদের পরদিন নিজের বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কাফরুল থানায় বিস্ফোরণের দায় আইএস স্বীকার করেছে। এটা তাদের এক প্রকারের প্রচারণা ছাড়া আর কিছুই না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এমন কিছু টের পেলে তাদের সেই বিষয়টিতে মনোযোগ দিতে হয়, এটা নিয়ম। তাই আইনশৃঙ্খলা বাহিনী সেটিকে অ্যাড্রেস করেছে। দেশে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটায় আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ।

এদিকে কক্সবাজারের মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা নিহতের বিষয়ে তিনি বলেন, এই মুহূর্তে আমি কোনও মন্তব্য করতে চাই না। আমি যা মন্তব্য করবো তাতেই একটি প্রভাব পড়বে। তাই এখনই কোনও মন্তব্য করতে চাই না।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর