ময়নাতদন্ত রিপোর্ট ১০ দিনের মধ্যে দাখিলের নির্দেশ হাইকোর্টের

হত্যা মামলায় ১০ দিনের মধ্যে সুরতহাল ও ময়নাতদন্ত রিপোর্ট সংশ্লিষ্ট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত (সিএমএম) ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সিজিএম) দাখিল করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রপক্ষের সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদের উপস্থিতিতে এ আদেশ দেন।

এর আগে বাগেরহাটের মোড়েলগঞ্জের একটি জোড়া খুন মামলার তদন্ত কর্মকর্তা ঠাকুর দাস মণ্ডল আদালতের তলবে হাজির হন। এরপর তিনি সংশ্লিষ্ট মামলার সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্ত রিপোর্ট দাখিল না করার বিষয়ে ব্যাখ্যা দেন।

আদালতের তলবের পরিপ্রেক্ষিতে তদন্ত কর্মকর্তা হাজির হয়ে ওই মামলার সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্ত রিপোর্ট দাখিল না করার বিষয়ে ব্যাখ্যা দেন। সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ সাংবাদিকদের বলেন, এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ আদেশ দেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর