ঈদের আনন্দ স্পর্শ করেনি তিস্তা পাড়ের বন্যার্তদেরকে

সারাদেশে মহামারী করোনার মাঝেও যখন ঈদের আনন্দ মানুষকে কিছুটা আন্দোলিত করছে, ঠিক এমন সময় বন্যার সাথে যুদ্ধ করে বেঁচে থাকছে রংপুরের তিস্তা পাড়ের মানুষজন। তাদেরকে ছুঁয়ে যায়নি ঈদের আনন্দ। বাড়ি থেকে বের হতে পারছে না অনেকেই, কিংবা অনেকেই বন্যার পানিতে তলিয়ে যাওয়া বাড়ি ফেলে অন্যত্র আশ্রয়ে আছেন।

ঈদের দিন এরকম একটি করুন চিত্র রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের চর ইচলী গ্রামের বানভাসী মানুষের।

সম্প্রতি বাঁধ ভেঙ্গে নতুন করে ৫ গ্রামের ৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তিস্তায় বিলীন হয়েছে ঈদগা, মাঠ, মাদ্রাসা ও মসজিদ। বন্যাকবলিত এলাকায় খাদ্যাভাব ও পানীয় জলের তীব্র সংকটসহ চরম দুর্ভোগ-দুর্গতি দেখা দিয়েছে। পানির তোড়ে জেএসকেস বাজার সংলগ্ন শংকরদহ ও ইচলীগ্রামে যাওয়ার বাঁশের সাঁকোটিও ভেসে গেছে।

লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবব্দুল্লাহ আল হাদী বলেন, মানুষের অবস্থা খুবই করুন। বানভাসী মানুষের মাঝে কোন ঈদ আনন্দ নেই। অনেকে খেয়ে না খেয়ে আছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর