অবশেষে গতবারের চেয়ে কম দামে বিক্রি হলো আলোচিত গরু ‘ভাগ্যরাজ’

অবশেষে বিক্রি হলো দেশের আলোচিত গরু ‘ভাগ্যরাজ’। মানিকগঞ্জের সাটুরিয়ার খামারি ইতি আক্তারের এই গরুটি ১৪ লাখ ১০ হাজার টাকায় কিনে নিয়েছেন ঢাকার মিরপুর ১০ নম্বরের এক বাসিন্দা। গতবছর গরুটির দাম ২০ লাখ টাকা হলেও তীব্র হতাশায় এই বছর এই দামে বিক্রি করতে বাধ্য হয়েছেন খামারী ইতি আক্তার।

খামরি ইতি আক্তার জানায়, আট ফুট লম্বা, ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতা, বুকের বেড় ১২০ ইঞ্চি আর ওজন ২ হাজার ৯৪ কেজি! নাম তার ভাগ্যরাজ! বেশ জামাই আদরেই পালন করা হয়েছিল ৩ বছর ৮ মাস বয়সী ভাগ্যরাজকে।

জানা গেছে বৃহদাকার এই ষাঁড়ের জন্য প্রতিদিনের বাজেট ছিল প্রায় ২ হাজার টাকা। খাবারের মেন্যুতে ছিল কলা, মাল্টা, কমলালেবু, চিড়া, আঙুর ফল, আখের গুড়, ইছব গুল, খৈল ও বেলের শরবতসহ আরও অন্যান্য দামী খাবার দাবার।

শুধু আদর যত্নেই নয় ভাগ্যরাজের স্বাস্থ্য সুরক্ষার জন্য রাখাছিল সার্বক্ষণিক চিকিৎসক। নিরাপত্তার স্বার্থে রাতে পুলিশ টহল দিতো বাড়ির চারপাশের রাস্তায়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর