বার্তাবাজারে সংবাদ প্রকাশের পর লঞ্চে প্রশাসনের অভিযান

জনপ্রিয় মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বার্তাবাজারে সংবাদ প্রকাশের পর অবশেষে নড়ে বসেছে প্রশাসন। লক্ষ্মীপুর মজু চৌধুরীহাট ঘাট এলাকায় যাত্রীদের জীবন ঝুঁকিতে ফেলে অবৈধভাবে স্টিল বডিতে করে ভোলা-বরিশালের উদ্দেশ্যে যাত্রী পারাপার করার দায়ে এবং ধারন ক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করার দায়ে একটি স্টিল বডি ও দোয়েল পাখি-১ লঞ্চকে ৩০ হাজার টাকা জরিমানাকরা হয়েছে।

আজ (৩১ জুলাই) বিকেলে মজু চৌধুরীহাট ঘাটে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিষ্ট্রেট মো: মামুনুর রশীদ। একই সাথে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরমূখী যাত্রীদের গন্তব্যের নিরাপত্তা নিশ্চিতকল্পে পরিচালিত অভিযানে কোস্ট গার্ড, পুলিশ লাইন ও সদর থানা পুলিশ টিম সার্বিক সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মামুনর রশিদ বলেন, যাত্রীদের গন্তব্য নিরাপদ করার লক্ষ্যে লঞ্চ ঘাট, ফেরি ঘাট ব্যবস্থপনার সাথে সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করে ঘাট এলাকায় পাঁচটি লঞ্চ নিয়মিত যাতায়াত করছে এবং যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে। তবে অতিরিক্ত যাত্রী বহন করায় দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমান করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে বার্তাবাজারে “প্রশাসনের নেই তদারকি, লক্ষ্মীপুর মজু চৌধুরীহাট ঘাটে মৃত্যু ঝুঁকি নিয়ে চলছে লঞ্চ পারাপার“ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর পরেই নড়েচড়ে বসে প্রশাসন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর