ডিপজলের নামে থানায় জিডি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের নামে থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন প্রযোজক সমিতির সদস্য জামাল পাটোয়ারী। হত্যার হুমকির অভিযোগে গত ২৭ জুলাই রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় তিনি এই জিডি দায়ের করেন।

জিডির বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী হোসেন খান।

তিনি বলেন, প্রযোজক সমিতির সদস্য জামাল পাটোয়ারী জিডি করে বলেছেন, ফোনে ডিপজল তাঁকে হত্যার হুমকি দিয়েছেন। জিডিতে তিনি ডিপজলের একটি মোবাইল নম্বর সংযুক্ত করে বলেছেন, ওই নম্বর থেকে তাঁকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হুমকি দিয়ে বলা হয়েছে, আর কখনো বউ-বাচ্চার মুখ দেখতে পারবেন না পাটোয়ারী। তবে এখনো আমরা ঘটনার সত্য-মিথ্যা কিছুই জানি না। সত্যতা যাচাইয়ে আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’

তবে এ অভিযোগ ভিত্তিহীন বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। তিনি বলেন, ‘আমি জামাল পাটোয়ারীর নামই শুনি নাইক্কা। হত্যার হুমকি দিব কই থেইক্কা!’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর