পাকিস্তানে নিজেকে নবী দাবি করায় আদালতের ভেতরেই একজনকে গুলি করে হত্যা

পাকিস্তানের একটি আদালতে নিজেকে নবী হিসাবে দাবী করায় তাহির আহমেদ নাসিম নামে এক ব্যক্তিকে আদালত কক্ষেই গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির অন্যতম শহর পেশওয়ারে এই ঘটনা ঘটে।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা জানায়, নিহত তাহির আহমেদ নাসিম নিজেকে নবী দাবী করেছিলেন। এরপর ধর্ম অবমাননার দায়ে তাকে গ্রেফতার করা হয়। ২০১৮ সাল থেকে কারাগারে ছিলেন তিনি।

আদালতে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ইজাজ আহমেদ জানান, বুধবার জেলা আদালতে মামলার শুনানি চলাকালীন নাসিমকে গুলি করে হত্যা করা হয়। তাকে ছয়টি গুলি করা হয়। হামলাকারী এই হত্যার দায় স্বীকার করেছে। এই শাস্তিই নাসিমের প্রাপ্য ছিল বলে সে জানিয়েছে। ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তি হিসেবে দেশটিতে মৃত্যুদণ্ড দেয়ার বিধান রয়েছে। তবে ধর্ম অবমাননার অসংখ্যা অভিযোগ উঠলে এখন পর্যন্ত কাউকে মৃত্যুদণ্ড দেয়া হয়নি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর