পটুয়াখালীতে মেডিকেল টেকনোলজিস্টদের মানববন্ধন

পটুয়াখালী সিভিল সার্জন অফিসে কর্মরত স্বেচ্ছাসেবক মেডিকেল টেকনোলজিস্টদের রাজস্ব খাতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে স্বেচ্ছাসেবক মেডিকেল টেকনোলজিস্টরা। বুধবার সকাল সাড়ে ১১টায় পটুয়াখালী জেলা প্রশাসক কার্য়ালয় সম্মুখে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় স্বেচ্ছাসেবক টিমের আহ্ববায়ক মোঃ আরিফুর রহমান, সদস্য অলক দাস ও সদস্য জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, করোনার শুরু থেকে যখন স্বেচ্ছাসেবক লোকবল সংকটে তখন থেকেই আমরা ২৭ জনের একটি টিম পটুয়াখালী সিভিল সার্জন অফিসের মাধ্যমে নিরলস কাজ করে যাচ্ছি। মহামান্য রাষ্ট্রপতির বিশেষ প্রমার্জোনায় ও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ১৪৫ ও ৪৭ জন স্বেচ্ছাসেবক মেডিকেল টেকনোলজিস্টদের ন্যায় আমরাও যেন রাজস্ব খাতে স্থায়ী নিয়োগ পেতে পারি তার জোর দাবী জানাই।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর