পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগে প্রায় ২০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বত্তরা। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাথরঘাটা থানা পুলিশ ও উপজেলা মৎস্য অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ক্ষতিগ্রস্থ মৎস্য চাষী ৬নং কাকচিড়া ইউনিয়নের পুর্ব বাইনচটকী গ্রামের খবির আহম্মেদের ছেলে আনোয়ার হোসেন।

স্থানীয়রা জানান, মৎস্য চাষী আনোয়ার হোসেন বাড়ির পাশে প্রায় ১০০ শতাংশ জমির উপর মৎস্য খামার গড়ে তুলেন। এ আয়ে চলে তার সংসারসহ ছেলে মেয়েদের লেখা পড়ার খরচ। ইতিপুর্বেও আনোয়ার হোসেনকে অর্থিকভাবে ঘায়েল করতে প্রতিপক্ষর কিছু লোকজন হুমকি দিত। এরই জের ধরে গভীর রাতে ওই পুকুরে গ্যাস ট্যাবলেট (বিষ) ছিটিয়ে প্রায় ১৫ লাখ পোনা মেরে ফেলে দুর্বত্তরা। এতে প্রায় ১৫-২০ লাখ টাকার ক্ষতি হয়।

এ বিষয় ভুক্তভোগী আনোয়ার হোসেন বলেন, ২০বছর যাবত ১ একর জমিতে পোনা মাছ চাষ করি। আজ সকালে পুকুর থেকে মাছ মরা পানির দুর্গন্ধ পেয়ে পুকুর পাড়ে গিয়ে দেখি সব মাছের পোনা মরে ভেসে উঠে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়। ক্ষতিগ্রস্থ মৎস্য চাষী আনোয়ার হোসেন আরও বলেন, মাছ না মেরে আমাকে মেরে প্রতিশোধ নিলেও পরিবারের ছেলে মেয়েরা বেঁচে যেত। মাছ মেরে আমার পুরো পরিবারকেই মেরে ফেলেছে। এবার না খেয়ে মরতে হবে। তিনি দোষীদের কঠোর শাস্তি দাবি করেন।

পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন ঘটনা শুনেছি থানা থেকে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর