নির্বাচন কমিশনের সাথে আ. লীগের বৈঠক আজ

বাংলাদেশ আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের (ইসি) সাক্ষাৎ করতে আজ বুধবার নির্বাচন ভবনে যাচ্ছে। বেলা ১১ টায় ক্ষমতাসীন দলের প্রতিনিধি দলটি ইসিতে যাবে। ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

‘রাজনৈতিক দল নিবন্ধন আইন-২০২০’ নামে নতুন একটি আইন প্রণয়নে হাত দিয়েছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে মতামত দিতে গত ৭ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। তবে আওয়ামী লীগ সময় চাইলে সেটা ৩১ জুলাই পর্যন্ত বাড়ায় নির্বাচন কমিশন।

ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, রাজনৈতিক দল নিবন্ধন আইন নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া দলগুলোকে প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হয়। সে বিষয়টি নিয়েও আলোচনা করতে পারে দলটি।

নতুন দল নিবন্ধন আইনের খসড়ায় বেশকিছু শর্ত কঠোর এবং কোনোটা শিথিল করার প্রস্তাব করা হয়েছে। এ নিয়েই মতামত চেয়েছে ইসি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর