সাবরিনা-সাহেদদের জন্য বিশ্বের বহু দেশে বন্ধ হচ্ছে দরজা: আসিফ নজরুল

বিশ্ব যখন করোনাভাইরসের ভয়ে আতঙ্কিত ঠিক সেই সময়ে বাংলাদেশের বেশকিছু হাসপাতাল মালিক ও ডাক্তারদের বিরুদ্ধে করোনার ভূয়া রিপোর্ট দেয়াসহ নানান অনিয়ম ও দুর্নীতির তথ্য বেরিয়ে এসেছে।

সারাদেশে এ নিয়ে চলছে নানান আলোচনা-সমালোচনা।

এসব বিষয় নিয়ে আজ শনিবার (২৫ জুলাই) নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

তিনি বলেছেন, ‘দূর্নীতির দুর্গন্ধ এখন ছড়িয়ে পড়ছে সারাবিশ্বে। এজন্য দায়ী সরকার। সাহেদ, সাবরিনা, আরিফ, শারমিন এদের পেছনে সরকারের প্রশ্রয় না থাকলে কোনভাবে এসব সম্ভব না। আফসোস, এদের কুকর্মের শাস্তি পাবে এখন সারা দেশের মানুষ। বিশ্বের বহু দেশে বন্ধ হচ্ছে আমাদের জন্য দরজা।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর