করোনাকালে অনলাইনে খাবার অর্ডার করলে যেসব নিয়ম মানা জরুরি

করোনাকালে সবাই প্রায় ঘরবন্দি হয়ে আছেন। অনেকেই অনলাইনে ঘরে বসেই খাবার অর্ডার করছেন।

তবে ভেবে দেখেছেন কি? বাইরে গিয়ে খাচ্ছেন না, তবে ঘরে থেকে অর্ডার করছেন বাইরের খাবার। এগুলো এখন কতোটা নিরাপদ?

এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, এখনো পর্যন্ত খাবার বা খাবার প্যাকেজিংয়ের মাধ্যমে করোনারভাইরাস সংক্রমণের প্রমাণ পাওয়া যায়নি। তাই অনলাইনে অর্ডার করা খাবার খেতে বাঁধা নেই।

তবে ফুড প্যাকেজিংয়ের সংস্পর্শের কারণে সংক্রামিত হওয়ার ঝুঁকি থেকেই যায়। এই সময় যদি আপনাকে অনলাইনে খাবার অর্ডার করতেই হয়। তবে মেনে চলুন কিছু সতর্কতা। জেনে নিন সেগুলো-

> প্রথমেই একটু যাচাই বাছাই করে খাবার অর্ডার করুন।

> ডেলিভারি ম্যানের কাছ থেকে সরাসরি প্যাকেট না নেয়াই ভালো। তাকে দরজার বাইরে খাবারের প্যাকেট রাখতে বলুন। মাস্ক পরে যান।

> সরবরাহকারীদের আমরা অনেকেই বাসায় আসতে দেই। এখন একেবারেই এটি করা যাবে না। তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। যতই খারাপ লাগুক এটুকু করুন। এতে দুজনই নিরাপদ।

> খাবারের প্যাকেটটি কিছুক্ষণ বাইরেই রেখে দিন। ঘরে এনে খাবার পরিষ্কার পাত্রে নিয়ে, প্যাকেটটি ডাস্টবিনে ফেলে দিন। আপনার হাত ভালোভাবে সাবান পানি দিয়ে ধুয়ে নিন।

> সুযোগ থাকলে টাকা হাত না দিয়ে অনলাইনেই বিল পরিশোধ করুন। টাকার মাধ্যমে ভাইরাস ছড়াতে পারে অনেক বেশি।

> প্যাকেটজাত খাবার হলে সাবান পানিতে প্যাকেট ধুয়ে নিন। খাওয়ার আগে অবশ্যই খাবার গরম করুন।

> খাওয়ার আগে ও পরে ভালোভাবে হাত পরিষ্কার করুন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর