করোনার সনদ কেলেঙ্কারিতে দেশের ভাবমূর্তি নষ্ট হওয়ার আশঙ্কা: সেতুমন্ত্রী

করোনার ভুয়া সনদের কারণে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হওয়ার আশঙ্কা তৈরী হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি এই বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। এছাড়া বন্যা দুর্গত মানুষের সহায়তায় সরকারে পাশাপাশি আওয়ামী লীগের নেতা-কর্মীরা কাজ করে যাচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, একদিকে করোনার এ ভুয়া সনদ আমাদের উদ্বেগ বাড়িয়েছে। অন্যদিকে, এ ঘটনা দেশে বিদেশে আমাদের ইমেজ নষ্ট হওয়ার শঙ্কা তৈরি করেছে। এ ধরনের ঘটনা যেন আর বৃদ্ধি পেতে না পারে তার জন্য সংশ্লিষ্টদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর