সাজাপ্রাপ্ত হয়েও পুলিশের খাতায় পলাতক ছিলেন সাহেদ

করোনার নমুনা পরীক্ষা জালিয়াতির ঘটনায় রিজেন্ট হাসপাতালের স্বত্বাধিকারী মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে খুঁজছে সাতক্ষীরা পুলিশ। এর আগে ঢাকা কোর্টের একটি সিআর মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে সাতক্ষীরা থানায়। তবে এতদিন পুলিশের খাতায় পলাতক ছিলেন সাহেদ।

মঙ্গলবার (১৪ জুলাই) দিনব্যাপী সাহেদকে ধরতে একযোগে অভিযান চালিয়েছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। তবে হদিস মেলেনি সাহেদের। সাতক্ষীরা সদর থানা পুলিশের ওসি আসাদুজ্জামান বলেন, প্রতারক সাহেদের বিরুদ্ধে ঢাকা আদালতের একটি সিআর মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে সাতক্ষীরা থানায়।

ঢাকার যুগ্ম জজ ১ম আদালতের সিআর ১৪৮৮ নম্বর মামলার সাজাপ্রাপ্ত আসামি প্রতারক সাহেদ। গত তিন বছর ধরে পরোয়ানা পড়ে থাকলেও সাহেদ সাতক্ষীরায় আসে না। তাকে ধরতে দিনব্যাপী অভিযান চালিয়েছে পুলিশ। তবে এখনও তার অবস্থান নিশ্চিত হওয়া যায়নি।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর