উপ-নির্বাচনে ভোটগ্রহন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে: ইসি সচিব

যশোর-৬ ও বগুড়া-১ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহন সুমদর ও সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর। আজকে (মঙ্গলবার) অনুষ্ঠিত নির্বাচনে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি বলেও তিনি জানান।

এর আগে মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯টায় বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৫টায়।

ইসি সচিব জানান, যশোরে ভোটার উপস্থিতি বেশি ছিল। বগুড়ায় কিছুটা কম। সবাই স্বাস্থ্যবিধি মেনেই ভোট দিয়েছেন। কোনো অসুবিধা হয়নি, কোনো সহিংস ঘটনাও ঘটেনি।

উল্লেখ্য, মঙ্গলবার দিনব্যাপী যশোর-৬ ও বগুড়া-১ আসনে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল বেসরকারিভাবে ঘোষিত হয়েছে। দু’টি আসনেই আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জয়লাভ করেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর