খাগড়াছড়িতে হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি জেলা জাতীয় পার্টির উদ্যোগে নারিকেল বাগানস্থ দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার ১৪ জুলাই জেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অমৃত লাল ত্রিপুরা, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার খোরশেদ আলম, যুগ্ম আহবায়ক মোঃ শহীদুল্লাহ, যুগ্ম আহবায়ক কেশব লাল দে, নজরুল ইসলাম মাসুদ, মোঃ কামরুল ইসলাম, ওলামা পার্টির জেলা সভাপতি মাওলানা আবুল কাসেম নোমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এ সময় জেলা আহ্বায়ক অমৃত লাল ত্রিপুরার সভাপতিত্বে স্বাগত বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ইঞ্জিনিয়ার খোরশেদ আলম বলেন, পল্লীবন্ধু এরশাদ ছিলেন আধুনিক বাংলাদেশের উন্নয়নের রুপকার। এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমৃত্যু তিনি কাজ করে গেছেন। তার আদর্শ বুকে ধারন করে আগামী দিনের খাগড়াছড়ি জেলা জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর