মহাপরিচালকের অনুরোধেই স্বাস্থ্যমন্ত্রী রিজেন্টের চুক্তি সাক্ষর অনুষ্ঠানে গিয়েছিলেন

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অনুরোধে রিজেন্ট হাসপাতালের সাথে সরকারের করোনা চিকিৎসা বিষয়ক চুক্তি সাক্ষর অনুষ্ঠানে গিয়েছিলেন বলে দাবী করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ (মঙ্গলবার) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি জানান, আমি ডিজি অফিসে একটি সভায় গিয়েছিলাম। সভা শেষে ডিজির (মহাপরিচালকের) অনুরোধে রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তির অনুষ্ঠানে ছিলাম। তখন ডিজি বলেন, আপনারাও একটু থাকেন, চুক্তি সাক্ষর হবে। কিসের চুক্তি সাক্ষর হবে? জবাবে ডিজি বললেন রিজেন্টের সঙ্গে সাক্ষর হবে। দুপুরের খাবারের পর। তো আমরাও সেখানে ছিলাম।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, আমরা খুশি ছিলাম যে একটা নতুন হাসপাতাল করোনার চিকিৎসা দেয়ার জন্য আসল। প্রাইভেট তো তখন করোনা চিকিৎসা দিতে দ্বিধা করছে। ওনারাও (রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষ) আসল। ওনারা এসে সই-সাক্ষর করল, আমরাও খুশি হলাম। বাস! আমরা ওখান থেকে সরে গেলাম।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর