বগুড়া-১ আসনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে চলছে গণনা

বগুড়া-১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। এখন চলছে ভোট গণনার কাজ। মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হয়ে একটানা বিকেল ৫টা পর্যন্ত করা হয়েছে ভোট গ্রহণ।

সকাল থেকেই সবগুলো কেন্দ্রে ধীরে ধীরে ভোটাররা আসতে শুরু করে। করোনা ও বন্যা উপেক্ষা করেও যারা ভোট দিতে এসেছে তাদের মধ্যে উৎসাহ ও প্রাণবন্ত মনোভাব দেখা গেছে। যদিও অধিকাংশ ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিলো তুলনামূলক কম।

ভোট গ্রহণের পুরো সময় দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই আসনে জাল ভোট দিতে এসে ৫ স্কুলছাত্র এবং সন্দেহজনকভাবে ঘোরাফেরার অপরাধে একজনসহ মোট ৬জনকে আটক করে পুলিশ।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর