দর্শনায় ৪ ফার্মেসিতে ভ্রাম্যমান আদালতের অভিযান

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার শিল্প নগরী দর্শনায় করোনা প্রাদুর্ভাব রোধে ঔষুধ ফার্মেসি মালিকদের সচেতনতার লক্ষ্যে ৪ টি ওষুধ ফার্মেসিতে পৃথকভাবে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।

সরকারি বিধি নিষেধ অমান্য করায় ৪ ফার্মেসি মালিককে অর্থদন্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গার শিল্পনগরী দর্শনা পৌর শহর এলাকায় চুয়াডাঙ্গা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার ও ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এ সময় ৪টি ফার্মেসির মালিককে সরকারি নিয়ম-নীতির না মানায় জরিমানা অর্থদন্ড করা হয়। ফার্মেসি দোকান মালিকগণ তাদের জরিমানা অর্থ নগদ ৬ হাজার টাকা পরিশোধ করেছেন। ভবিষ্যতে সরকারি বিধি নিষেধ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন এই দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর